রাজনীতি

কুতুবপুরে আওয়ামী লীগের প্রতিটা কর্মী একেকটা শামীম ওসমান-যুবলীগ নেতা জুলহাস

কুতুবপুরে আওয়ামী লীগের প্রতিটা কর্মী একেকটা শামীম ওসমান-যুবলীগ নেতা জুলহাস

 

স্টাফ রিপোর্টার(Somoysokal) নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সদস্য সাব্বির আহমেদ জুলহাস বলেন, আমাদের কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগ সবসময় শক্তিশালী ছিলো এখোনও আছে ভবিষ্যতেও থাকবে। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটা কর্মী একেকটা শামীম ওসমান, প্রতিটা নেতা শামীম ওসমান আমরা সবাই শামীম ওসমান। প্রতিটা শামীম ওসমান যদি মাঠে নামি কোনো বিএনপির নেতা কথা বলার সাহস পাবে’না।

শনিবার (২৭ মে) বিকালে ভূইঘর এলাকায় কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার হুমকির প্রতিবাদে ও আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা সভায় প্রধান বক্তা’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।


এসময় যুবলীগ নেতা সাব্বির আহমেদ জুলহাস আরও বলেন, আমাদের সমস্যা একটাই সৎ সাহস নাই আমাদের। আমরা নেতৃবৃন্দরা এমপি সাহেবের সামনে সঠিক কথা বলতে পারিনা, এমপি সাহেবকে আমাদের আসল কথা বলতে পারিনা। এমপি সাহেবকে আমরা সবাই মিলে যদি বলি শামীম ভাই এভাবে এটা হচ্ছে, এখানে এটা হচ্ছে তাহলে কিন্তু উনি খুব সহজেই সমস্যাগুলো সমাধান করতে পারেন। ১৯৯৪-৯৫ সালে বিএনপি সরকার ক্ষমতায় ছিলো তখন আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা’কে নিয়ে কোনো কটূক্তি করার সাহস তারা পাইনি, এখন আমরা প্রায় ১৫ বছর যাবত ক্ষমতায় এখন কিভাবে প্রধানমন্ত্রী’কে হত্যার হুমকি দেয় ? এটা আমাদের দূর্বলতা এখনই আমাদের কঠোর হতে হবে তানাহলে দুষ্কৃতকারীরা আরও সাহস পেয়ে যাবে। যারা প্রধানমন্ত্রী’কে হত্যার হুমকি দিয়েছে তাদের আইনের আওতায় এনে এমন শাস্তি দিতে হবে যাতেকরে আর কোনো দুষ্কৃতকারী ভবিষ্যতে সাহস না পায়।

প্রতিবাদ সভায় কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সালাউদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নাজিমুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন ৪,৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সাগর, কোষাধ্যক্ষ শ্রী মাখন চন্দ্র,ফতুল্লা থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. সোহেল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. পায়েল ভূইয়া, কুতুবপুর ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি লিটন প্রমূখ।

Back to top button