সারাদেশ

বুধবার চিত্তরঞ্জন মাঠে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ

তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় নারায়ণগঞ্জের সিদ্বিরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) অনুষ্ঠিত হবে। 

আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) সকাল দশ ঘটিকায় চিত্তরঞ্জন ফুটবল খেলার মাঠে হিলফুল ফুজুল যুব সংঘ গোদনাইল শাখার সভাপতি মাহবুবুর রহমান মোল্লার আয়োজনে ও ওলামা পরিষদের সার্বিক ব্যবস্হাপনায় বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ নামাজ আদায় হবে।

উক্ত নামাজে সকলকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭,৮,৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা। 

প্রসঙ্গত, বৃষ্টি প্রার্থনায় সম্মিলিতভাবে আজান, একামত ছাড়াই জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় ও হাত উল্টে দোয়া করা হয়। এটাকে বলা হয় ‘সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির নামাজ’ ইমাম সাহেব কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনা করেন। মুসল্লিরাও তখন কায়মনোবাক্যে দোয়া-প্রার্থনা করেন।

বস্তুত পাপমোচনের জন্য আল্লাহর কাছে একনিষ্ঠ অন্তরে তওবা-ইস্তেগফার করতে হয়। তবেই আল্লাহ তাআলা মানুষের মনোকামনা পূরণ করেন এবং বৃষ্টি দিয়ে নিসর্গ সিক্ত করেন।

Leave a Reply

Back to top button