সারাদেশ

সম্মেলন বাঁধাগ্রস্থ করলে সোনারগাঁ থেকে উৎখাত করার হুঁশিয়ারি সোহাগ রনির

সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বাষিক সম্মেলনস্থলের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নারাণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক হাজী শাহ্ মো. সোহাগ রনি। রোববার (১৬ জুলাই) দুপুরে শেখ রাসেল স্টেডিয়ামে শেষ প্রস্তুতি পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনের আগে হাজী শাহ্ মো. সোহাগ রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে যারা আগামীকালের সম্মেলন বাঁনচাল করার চেষ্টা করবে তাদেরকে চিহিুত করে সোনারগাঁ থেকে উৎখাত করার হুশিয়ারি দেন। তার দাবি, এ সম্মেলনকে ঘিরে নানা বহুমুখি ষড়যন্ত্র হবার পাঁয়তারা হচ্ছে।

সোহাগ রনি বলেন, সম্মেলনে যারা বাঁধাগ্রস্থ করবে তাদেরকে প্রথমে সনাক্ত করবো তার নাম পরিচয় ও কার সাথে রাজনীতি করে। কে তার নেতা। তার নেতাসহ তাকে সোনারগাঁ থেকে উৎখাত করা হবে। কোনো ছাঁড় দেওয়া হবে না সে সোনারগাঁয়ের যত বড় শক্তিশালী নেতা হোক। আমি মুক্তিযোদ্ধার সন্তান, কার দৌড় কতটুকু সেটা আমি জানি। এক চুল পরিমান সমস্যা ও বিশৃঙ্খলা করার চেষ্টা যদি কেউ করে তার মুখোস উন্মোচন করা হবে এবং সারা সোনারগাঁয়ে ব্যানার ফেস্টুন করা হবে সে আওয়ামী লীগের রাজাকার। যদি কেউ সম্মেলনে সমস্যা বা ইন্ধন দেওয়ার চেষ্টা করেন এখন থেকে সাবধান হয়ে যান।

আগামী ১৭ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

Back to top button