সারাদেশ

‘নারায়ণগঞ্জের লোকদের মেট্রোরেলে ওঠার খুব শখ’

নারায়ণগঞ্জবাসীর কথা চিন্তা করে নির্বাচনী বেশ কয়েকটি প্রচারণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেট্রোরেল দেওয়ার দাবি জানাবেন বলে জানিয়েছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান। নানা জল্পনা-কল্পনার পর আসলো সেই ঘড়ি যখন দীর্ঘ ১৫ বছর পর ৪ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরের মাটিতে পা রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবার সেই নেত্রীকে কাছে পেয়ে নারায়ণগঞ্জবাসীর সুখ দু:খের কথা চিন্তা করে নেত্রীকে মেট্রোরেল আনার দাবি জানান শামীম ওসমান।

তিনি বলেন, আপা, আমরা সত্যিই গর্বিত। আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই, আপনি আমাদের ইউনিভার্সিটি-মেডিকেল কলেজ সবই দিয়েছেন। শুধু আপনার নারায়ণগঞ্জের লোকেদের মেট্রোরেলে ওঠার খুব শখ আপা, ওরা মেট্রোরেলে উঠতে চায়। আপনার কাছে আমরা কিছু দাবি করবো না, মায়ের কাছে সন্তান দাবি করে না, মাকে বলতে হয় শুধু। আমি জানি, মা তারপর সেটা পূরণ করেন। এবং আপনি পূরণ করবেন, সেই বিশ্বাস আমার আছে।

জনসভায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপত্বিত্তে আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নারাণয়গঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ-৪ আসনের নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির প্রার্থী একেএম সেলিম ওসমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, নারাণয়গঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ জেলা-মহানগর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button