সারাদেশ

বিএনপির অবরোধ: নারায়ণগঞ্জে ১৫ মামলায় গ্রেপ্তার ২৮৮

বিএনপি ডাকা হরতাল ও টানা অবরোধে পুলিশ হত্যা চেষ্টাসহ অগ্নিসংযোগ ভাংচুর ও নাশকতার অভিযোগে ৮দিনের ব্যবধানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ৭টি থানায় পৃথক পৃথকভাবে ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

এসকল মামলায় ৭১৪ জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আরও সহস্রাাধিক। রোববার দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তাফা জানান, ১৫ মামলায় ইতমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৮৮ জনকে।

সূত্রমতে, ১৫টি মামলার মধ্যে ১৪টি মামলার বাদি পুলিশ। এরমধ্যে রূপগঞ্জে ৩টি মামলার মধ্যে একটি মামলার বাদী ছাত্রলীগকর্মী।

এসকল মামলার আসামিরা হলেন-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নারায়ণগঞ্জ থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, আড়াইহাজার উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহাবুব রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরসহ জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

মামলা সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১টি, ফতুল্লা মডেল থানায় ৩টি, সিদ্ধিরগঞ্জ থানায় ২টি, বন্দর থানায় ২টি, আড়াইহাজার থানায় ২টি, সোনারগাঁও থানায় ২টি ও রূপগঞ্জ থানায় ৩টিসহ মোট ১৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে রূপগঞ্জে একটি মামলায় ছাত্রলীগ নেতা বাদী আর বাকী ১৪টি মামলায় পুলিশ হত্যা চেষ্টাসহ অগ্নিসংযোগ, ভাংচুর ও নাশকতার অভিযোগে পুলিশ বাদী।

এসকল মামলায় ২৮৮ জন গ্রেপ্তার হলেও বাকীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র বসবাস করছে। পুলিশ ও ডিবি পুলিশ প্রতিরাতেই বিএনপির নেতাকর্মীদের বাড়ি-ঘরে হানা দিচ্ছে। তাই গ্রেপ্তার এড়াতে মামলায় যাদের নাম আসছে এবং অবরোধে যারা মাঠে পিকেটিং করছে তারা রাতে বাসায় থাকতে পারছে না।

Back to top button