সারাদেশ

ভুল হলে ক্ষমা চান : শামীম ওসমান

গত ১০ বছর ধরে ওসমান পরিবার নিয়ে নারায়ণগঞ্জে একটি পক্ষ খারাপ কথা বলছে। এবার সেই পক্ষকে ভুল সংশোধন করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

তিনি বলেন, গত ১০ বছর ধরে আমার এবং পরিবারের বিরুদ্ধে অনেকে অনেক কথা বলছে। কিছু ব্যক্তি আছে (তাদের) নাম বলবো না। একজন, যিনি ব্যাংক জালিয়াতি, চেক জালিয়াতির কারণে গ্রেপ্তার হয়েছিলেন।  সেই ব্যক্তি এবং একজন রাজাকারপুত্র ধারাবাহিকভাবে দশ বছর ধরে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে খারাপ কথা বলছে।  আমি প্রতিবাদ করিনি কারণ তাদের আমি তাদের গোনায় ধরি না।

বুধবার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে অর্থ সহযোগিতা প্রদানের সময় তিনি এই কথা বলেন। এর আগে তিনি রায়ণগঞ্জের প্রয়াত দুই সাংবাদিককে ৫ লাক্ষ করে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

শামীম ওসমান বলেন, আমি তাদের কাছে অনুরোধ করবো, যদি ভুল করে থাকেন তাহলে ক্ষমা চান। আর যদি চ্যালেঞ্জ করতে চান তাহলে আমি সব প্রমাণ নিয়ে পেশ করবো। কারণ আমি আজ আছি, কাল নাও থাকতে পারি। কিন্তু ইতিহাস সবার জানতে হবে। ভবিষ্যতে আমরা ৬ দফা মঞ্চ করবো। নারায়ণগঞ্জের শফি উদ্দিন খান সাহেব, আয়েশা জালালের স্মৃতিকথা তুলে ধরবো। সেখানে আমরা ছোট্ট জাদুঘর করবো। যাতে নারায়ণগঞ্জে আমাদের পূর্ব পুরুষরা যা করে গেছেন তার ঐতিহ্য থাকে।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন সহ প্রমুখ।

Back to top button