সারাদেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ’লীগের ১৬, লড়বেন ১ জন

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নির্বাচন বর্জন করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ১৬ প্রার্থী নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- সভাপতি পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি পদে এড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ কামাল হোসেন, সাধারণ সম্পাদক পদে আছেন এড. রবিউল আমীন রনি, যুগ্ম সম্পাদক পদে এড. আবুল বাশার রুবেল, কোষাধক্ষ্য পদে এড. সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী সম্পাদক পদে এড. নুসরাত জাহান তানিয়া, ক্রীড়া সম্পাদক পদে এড. আলী আকবর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, সমাজ সেবা সম্পাদক পদে এড. আসাদুল্লাহ সাগর ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. নারায়ণ চন্দ্র সাহা। তবে কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. বেনজির মাহমুদ, এড. তানিয়া খাতুন, এড. মিজানুর রহমান, এড. ফয়সাল, এড. মাহবুবুর হক ফোরকান।

আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে একটি পদে মনোনয়ন প্রত্যাহার করেননি এড. ইখতিয়ার হাবিব। ফলে আপ্যায়ণ সম্পাদক পদে আগামী ৩০ জানুয়ারি তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামীলীগের সমর্থিত এড. মানজুদুল রশিদ রিফাতকে।

প্রসঙ্গত, আগামী ৩০ জানুয়ারি সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পযর্ন্ত ভোটগ্রহণ চলবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সিনিয়র আইনজীবী এড. সামসুল ইসলাম ভূঁইয়া।

এদিকে গত ১৭ জানুয়ারি ড. মুহাম্মদ মোহসীন মিয়া ও এড. রবিউল আমীন রনির নেতৃত্বে মনোনয়ন জমা দেয় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ।

 

Back to top button