সারাদেশ

বিজয় দিবসে নারায়ণগঞ্জে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা

মহান বিজয় দিবসে নারায়ণগঞ্জের বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিজয়স্তম্ভে মানুষের ঢল নামে।

বিজয়স্তম্ভে আসা মানুষের কারও হাতে ব্যানার, কারও হাতে প্ল্যাকার্ড, আবার কেউ নিয়েছেন লাল সবুজ পতাকা, সবাই যেন মিলেছেন এক মোহনায়, বিজয়স্তম্ভে।

প্রতিবছর বিজয় দিবসের প্রথম প্রহরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক মাহমুদুল হক ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।পরে একে একে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা হয়।

এছাড়াও সিটি করপোরেশন ও আওয়ামী লীগের পক্ষ থেকেও ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।

এদিকে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

Back to top button