সারাদেশ

নারায়ণগঞ্জে সাংবাদিককে অপহরণের চেষ্টা!

নারায়ণগঞ্জের চাষাড়ায় দিনে দুপুরে ফিল্মি স্টাইলে সাংবাদিক রাশেদুল ইসলামকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।এই ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রাশেদুল।

শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে নগরীর চাষাঢ়া শহিদ মিনারের সামনে থেকে তাকে অপহরণের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

ভুক্তভোগী সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ মেইল ডট কমের নির্বাহী সম্পাদক।

সাংবাদিক রাশেদুল জানান, শুক্রবার (১২ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২ টার সময় আমার অফিস থেকে চাষাড়া শহিদ মিনারের ভেতর দিয়ে বেইলি টাওয়ারের দিকে যাওয়ার সময় শহিদ মিনারের ভিতর থেকে অপরিচিত এক ব্যক্তি আমার নাম ধরে ডাক দিলে আমি তার সামনে যাই। এসময় তিনি আমার কুশল বিনিময় করে বলতে থাকেন ‘কি ব্যাপার ভাইয়ের বিরুদ্ধে নিউজ করে আপনি একা একা চাষাড়া দিয়ে ঘুরতেছেন, আপনার মনে কি ডর ভয় বলতে কিছু নাই’। এ সময়ে ওই ব্যক্তি সহ আরো ১০-১২ জন মিলে যাদের প্রত্যেকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ আমাকে ঘিরে ফেলে বিভিন্ন ধরনের হুমকিমূলক কথাবার্তা বলতে থাকলে আমি তাড়াতাড়ি শহিদ মিনারের মেইনগেট দিয়ে বাইরে আসার সাথে সাথে উক্ত ১০-১২ জনের ভেতর থেকে প্রায় ৪-৫ জন আমার কলার ও কোমর জাপটে ধরে ইজিবাইকে তুলে অপহরণের চেষ্টা চালায়। আমি জোরে জোরে পুলিশ পুলিশ বলে চিৎকার করলে রাস্তার ওপাশে সোনালী ব্যাংকের সামনে থাকা কয়েকজন পুলিশ সদস্য রাস্তার এপারে আসতে থাকার সময় উক্ত অজ্ঞাতনামা বিবাদীগণ ভবিষ্যতে আমাকে দেখে নেয়ার হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

রাশেদুল বলেন, দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে যেভাবে আমাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল, একটি স্বাধীন দেশে এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এভাবে পেশি শক্তি ব্যবহার করে গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখার চেষ্টা যতই করা হোক না কেনো, সাংবাদিকের কলম সত্য বলতে ভুল করবে না। আর এই জন্য যত ঝড় ঝাঁপটাই আসুক তা মোকাবেলা করেই সামনে এগিয়ে যাবো। আমি এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আমি চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি।

এ ঘটনায় তাৎক্ষণিক নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তখনই একটি টহল টিম সেখানে পাঠান। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

উল্লেখ্য, রাশেদুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। পরে যাচাই বাছায়ের সময় তার মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

Back to top button