সারাদেশ

নারায়ণগঞ্জে নৌকার মাঝি হলেন যারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পুরনো তিনটি আসন বহাল রেখে ৪টি আসনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে, সদর ও বন্দর থানা মিলিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৫ আসনে পরে প্রার্থী ঘোষনা করা হবে জানানো হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জের ৪টি আসনসহ দেশের ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যারা মনোনিত হয়েছেন- নারায়ণগঞ্জ-১ থেকে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), নারায়ণগঞ্জ-২ আসন থেকে নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ থেকে আব্দুল্লাহ আল কায়সার হাসনাত ও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে একেএম শামীম ওসমান।

এবার নারায়ণগঞ্জের পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মোট ৩৪ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন৷ এর মধ্যে সবচেয়ে বেশি ১৬ জন প্রার্থী হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ)। আর সবচেয়ে কম প্রার্থী ২ জন ছিল নারায়ণগঞ্জ-৪ আসনে।

চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

Back to top button