সারাদেশ

বিএনপির নাশকতা রুখতেই কাঁচপুরে শান্তি সমাবেশ : মির্জা আজম

বিএনপি-জামায়াত অক্টোবর মাসে সরকারকে প্রতিহত করার যে আল্টিমেটাম দিয়েছে তা রুখে দিতে কাঁচপুরে উন্নয়ন ও শান্তি সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম এমপি।

তিনি বলেন, বিএনপি তারিখ নির্ধারণ করে দিয়েছে এ সরকারকে ক্ষমতাচ্যুত করার। আওয়ামী লীগ হলো সরকারের পাহারাদার। সে কারণে আমরা নির্বাচন পযর্ন্ত তাকে (সরকারকে) পাহারা দিবো। যাতে বিএনপি জামায়াত এ সরকারের কোনো ক্ষতি করতে না পারে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে কাঁচপুরে সমাবেশের স্থান পরিদর্শনে এসে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। মতবিনিময় সভার আয়োজন করেন কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন।

মির্জা আজম বলেন, ‘বিএনপি-জামায়াত জোটের অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে ধারাবাহিকভাবে রাজধানী ঢাকার প্রবেশপথগুলোতে আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে ঢাকার প্রবেশপথ সোনারগাঁয়ের কাঁচপুরে এ কর্মসূচি পালন করা হবে। ওই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম ঘটিয়ে আওয়ামী লীগ প্রমাণ করবে দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে। তারা শেখ হাসিনার উন্নয়ন ও শান্তির পক্ষে আছে।’

মতবিনিময় শেষে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে উন্নয়ন ও শান্তি সমাবেশের স্থল পরিদর্শন করেন। এবং জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেন।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ সোহাগ রনি, মোস্তাফিজুর রহমান মাসুম, যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সদস্য মাহফুজুর রহমান কালাম, ডা. আবু জাফর চৌধূরি বিরু, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগরসহ প্রমুখ।

Back to top button