সারাদেশ

রূপগঞ্জে জামায়াতের আমীরসহ গ্রেপ্তার ১৫

রূপগঞ্জে একটি মসজিদে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমিরসহ ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঞ্চন এলাকার কেরাবোর দেওয়ান বাড়ির মসজিদ থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ৷

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা৷

তিনি বলেন, নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়৷ পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে গ্রেপ্তার করা হয়৷ তাদের মধ্যে সংগঠনটির জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন৷

যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা৷

জামায়াতে ইসলামীর জেলা শাখার এক নেতা বলেন, গতরাতে এশার নামাজের সময় ওই মসজিদে তাদের একটি সাংগঠনিক বৈঠক বসেছিল৷ পুলিশ সেখানে অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়৷ গ্রেফতারকৃতদের মধ্যে রুপগঞ্জ উপজেলা আমীর (উত্তর) অ্যাডভোকেট ইসরাফিল, সেক্রেটারি আব্দুল মজিদও রয়েছেন।

Back to top button