সারাদেশ

নাসিকের দুই কাউন্সিলরকে বিদেশে না যেতে শামীম ওসমানের আহ্বান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে বিদেশে না যাওয়ার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এরা হলেন-নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শা্হজালাল বাদল ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন প্রধান।

বুধবার (১ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত নম পার্কে আয়োজিত এক প্রস্ততি সভায় বক্তব্য রাখতে গিয়ে তাদেরকে এ আহ্বান জানান। আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহা সমাবেশকে সফল করার লক্ষ্যে প্রস্ততি সভাটির আয়োজন করা হয়।

শামীম ওসমান বলেন, ষড়যন্ত্র চলছে এবং চলবে। কয়েকজন কাউন্সিলর আছে দুই কোনায় বসে আছে তারা কয়েকদিন পর পর বিদেশ চলে যায়। এখন আর বিদেশ যাবেন না। একটা রুহুল একটা বাদল। কই আছে বিদেশ আছে, এখন আর যাওয়া যায়ি নাই।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, জি এম আরমান, সোনারগাঁ আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক কায়সার হাসনাত, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম, বন্দর আওয়ামী লীগের সভাপতি এম. এ. রশিদ, সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপুসহ ফতুল্লা-সিদ্ধিরঞ্জ-সোনারগাঁ ও বন্দরের অনেক নেতৃবৃন্দ।

Back to top button