সারাদেশ

ক্ষমতার একশ কিলোমিটারে আসতে পারবেন না, বিএনপিকে শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাসদ শামীম ওসমন বলেছেন, দেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে। এমন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যেন এই দেশটাকে আফগানিস্তান ও সিরিয়ার চেয়েও খারাপ অবস্থানে নিয়ে যাওয়া হয়। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করবো। আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা লড়বো এবং জিতবো ইনশাল্লাহ।

রোববার (৩০ জুলাই) বিকেলে সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরআগে ৯৬ নং সিদ্ধিরগঞ্জ দক্ষিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত ৬ তলা ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, অনেকেই স্বপ্ন দেখছেন রাতের আধারে ক্ষমতায় চলে আসবেন। ক্ষমতা তো অনেক দূরের কথা ক্ষমতার একশ কিলোমিটারের মধ্যে আসতে পারবেন না। বাজে সন্ত্রাসী কার্যকলাপ কইরেন না। এই ১৪ বছর নারায়ণগঞ্জ অনেক শান্ত ছিল। আমরা কাউকে আঘাত করি নাই। আমাদের বাড়িঘরে আঘাত করা হয়েছে। কেউ অশান্তির সৃষ্টি করবেন না। আমরা শান্তি চাই।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম করে ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের উপর হামলা করা হয়েছিল আমরা কিছু করিনি।এমন কিছু করবেন না যেন আমাদের উপর করা নির্যাতন মনে পড়ে যায়। মানুষের গায়ে আগুন দিয়ে বাড়িঘর, যানবাহন পুড়িয়ে ক্ষমতায় যেতে পারবেন না। আমরা এমন কিছু করতে চাই যেন মৃত্যুর পরও মানুষ আমাদের জন্য দোয়া করে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, সামনে তোমাদেরকে সবকিছু করতে হবে। এই পৃথিবীতে কেউ কোন কিছু করে দিবে না। তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে সামনের দরজাটা খুব শক্ত, ওই দরজাটাকে লাথি মেরে তোমাদেরই ভাঙতে হবে। তোমাকে কিন্তু কেউ জায়গা করে দিবে না। এর জন্য তোমাদের দুটি জিনিস দরকার। একটা হচ্ছে মেধাগত শক্তি এবং মানুষের দোয়া।

সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুর উদ্দিন মিয়া, স্কুলের গভনিং বোর্ডের সদস্য, স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা।

Back to top button