আইন-আদালত

ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ

ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ

স্টাফ রিপোর্টার (Somoysokal)  নারায়ণগঞ্জ ফতুল্লা থানার মামলা নং ৮৯(৬)২৩, ধারা ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি: এর ওয়ারেন্ট ভুক্ত আসামি রবিউল ইসলাম ওরফে রবিনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানার এসআই সিরাজ।

রবিবার (১০ সেপ্টেম্বর) ফতুল্লা তল্লা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। একই মামলার অন্যান্য আসামিরা পালিয়ে যায়।

উল্লেখ্য, ফতুল্লা থানার মামলা নং ৮৯(৬)২৩, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬/১১৪ দ:বি: এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মো: আনোয়ার হোসেন ওরফে রাজিব পিতা মৃত সামসুদ্দিন প্রামানিক অ্যাসিসটেন্ট ম্যানেজার এইচআর “কে সি লিঙ্গজারি লি: মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌ:মিস: নং – ৪০৭৩০/২৩ এ আগাম জামিনের আবেদন করলে মহামান্য উচ্চ আদালত ১০/৭/২০২৩ ইং তারিখের আদেশে ৬ সপ্তাহের মধ্যে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আত্মসমর্পণের নির্দেশ দিলে উক্ত আদেশ অমান্য করায় বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসামী নজরুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন ওরফে রাজিব, সাকিব ইসলাম ওরফে সাকিব, রবিউল ইসলাম ওরফে রবিন, নাঈম ওরফে সাজ্জাত হোসেন, সানজিদ ওরফে রায়হান ইসলাম, ডালিয়া ওরফে নুসরাত জাহান এর বিরুদ্ধে গত ২১/৮/২০২৩ ইং তারিখে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করার আদেশ দেন।

এবিষয়ে মামলার বাদি এড. আব্দুল বারি ভূইয়া বলেন, আসামী আনোয়ার হোসেন ওরফে রাজিবকে ফতুল্লা থানাার এসআই সিরাজ গ্রেফতার করতে গেলে ফতুল্লায় অবস্থিত নীট কনসার্ন লি: এর চিফ অপারেটিং অফিসার মো. রাসেল গ্রেফতারে অসহযোগিতা করেন। তাই আসামি রাজিবকে গ্রেফতার গ্রেফতার করতে পারেনি ফতুল্লা থানা পুলিশ।

Back to top button