সারাদেশ

মনোনয়ন জমা দিয়ে কায়সার হাসনাত ‘জনগণ এবার বিপুল ভোটে নির্বাচিত করবে’

মনোনয়নপত্র জমা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামী লীগের প্রার্থী কায়সার হাসনাত। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩ টায় সোনারগাঁ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রেজওয়ান উল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর কায়সার হাসনাত বলেন, উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধু সোনারগাঁ আওয়ামী লীগ নয়, দল মত নির্বিশেষে সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছে। এ দশটি বছর জনগণের পাশে ছিলাম। আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করে জনগনকে সাথে নিয়ে রাজনীতি করেছি। আমি বিশ্বাস করি জনগণ আমাকে বিপুল ভোটে এবার নির্বাচিত করবে।

এসময় উপস্থিত ছিলেন কায়সার হাসনাতের সহধর্মিণী রুবাইয়া সুলতানা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কেন্দ্রীয় মহিলা লীগের প্রচার সম্পাদক নাসরিন সুলতানা ঝরা, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক মো. আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মোহাম্মদ সোহাগ রনি, জাকির হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলামিন সরকার, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, আবদুল্লাহ আল কায়সারের চাচা মনির হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এরপর সন্ধ্যায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের নিয়ে সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী কায়সার হাসনাত। মতবিনিময় শেষে নৈশভৈাজে অংশ নেন তিনি।

Back to top button