সারাদেশ

ভোট ভাগাভাগি না করলে সকালেই ফলাফল পেয়ে যাবেন: মোশাররফ চেয়ারম্যান

আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ওমর বাবুর পক্ষে ভোটের মাঠে নেমেছেন তার বড় ভাই কাঁচপুর ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন।

রোববার (৩১ মার্চ) কাঁচপুরে আয়োজিত এক নির্বাচনী আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি মঞ্চে দাঁড়িয়ে ভাইয়ের পক্ষে ভোট চান। সোনারগাঁ উপজেলার সর্বস্তরের ব্যানারে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সভায় মোশাররফ চেয়ারম্যান বলেন, কাঁচপুরের সন্তান আপনাদের প্রিয় আমার ছোট ভাই বাবুল ওমর বাবুকে উপজেলা নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি। আমাদের ইউনিয়ন বড় একটি ইউনিয়ন, এখানে প্রায় ৫৬ হাজার ভোট আছে। আমরা সর্তক থাকবো এ ভোটগুলো যেনো কেউ বাঁধাগ্রস্থ বা ভাগাভাগি করতে না পারে। যদি কেউ ভাগাভাগি না করে ইনশাল্লাহ ১০টার মধ্যে আপনাদের ফলাফল পেয়ে যাবেন। 

কাঁচপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মনির হোসেন মনুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবুসহ ৯টি ওয়ার্ডের ইউপি সদস্য ও মহিলা সংরক্ষিত সদস্যরা। 

Back to top button