সারাদেশ

পদযাত্রায় জেলা বিএনপির বিশাল শোডাউন

নারায়ণগঞ্জে পদযাত্রা কর্মসূচি পালনে বড় ধরনের শোডাউন করেছে জেলা বিএনপি। রোববার দুপুর আড়ায়টায় কাঁচপুর থেকে পদযাত্রা শুরু হয়, শিমড়াইল মোড়ে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপির আওতাধীন সিদ্বিরগঞ্জ, ফতুল্লা, আড়াইহাজার, সোনারগাঁ ও রূপগঞ্জের হাজারো নেতাকর্মী অংশ নেন।

পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, পদত্যাগের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার হোক বা অন্তবর্তীকালিন সরকার হোক তার মাধ্যমে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা চাই। যে নির্বাচনের মাধ্যমে জনগন তাদের পচ্ছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে। যার মধ্য দিয়ে স্বৈরশাসন অবসান ঘটবে মুক্তিযোদ্ধের মূল আদর্শ এবং চেতনা গনতান্ত্রিকভাবে কায়েম করে এ সংগ্রামের অবসান টানতে চাই।

জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সঞ্চালনায় পদযাত্রায় অংশগ্রহণ করেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, সদস্য কাজী মনিরুজ্জামান মনির, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব।

আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউন্সিলর ইকবাল হোসেন, সহ-সভাপতি জি. এম. সাদরিল, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড. আঃ বারী ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, রূপগঞ্জ উপজেলা বিএনপি’র এড. মাহফুজুর রহমান হুমায়ূন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সোনারগাঁ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান স্বপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ জেলা খায়রুল ইসলাম সজিব, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, জেলা কৃষক দলের সভাপতি ডা. শাহিন আহমেদ, সাধারণ সম্পাদক কায়সার রিফাত, জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, জেলা তাঁতী দলের সভাপতি এড. শুক্কুর মাহমুদসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button