রাজনীতি

‘নারায়ণগঞ্জে নতুন কোনো শামীম ওসমানের জন্ম হতে দেবো না’

নারায়ণগঞ্জবাসীর সম্পত্তি আইন বহির্ভূত ভাবে রাজউক ভূমিদস্যু খালেদ হায়দার খান কাজলের কাছে এবং নুপুর কুমার ভৌমিকের কাছে জমি বিক্রয়ের প্রতিবাদে, এই লুটপাটের সাথে জড়িত মন্ত্রী এমপি ও রাজউকের অসাধু কর্মকর্তাদের নাম প্রকাশ ও তাদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে না’গঞ্জ নাগরিক কমিটি।

শনিবার (৩১ আগষ্ট) বিকালে চাষাড়া বালুর মাঠে উল্লেখিত জায়গার সামনে এ কর্মসূচি পালন করে তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমরা নারায়ণগঞ্জে নতুন কোনো শামীম ওসমানের জন্ম হতে দেবো না। মামলা শেষ না হওয়া পর্যন্ত এখানে পপুলারকে কোনো স্থাপনা করতে দেয়া হবে না।

কর্মসূচীতে নাগরিক কমিটির সভাপতি এডভোকেট এ বি সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন,  নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, গনতান্ত্রিক আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আওলাদ হোসেন, জেলা বাসদ সমন্বয়ক আবু নাঈম খান বিপ্লব, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুর রহমান, ধীমান সাহা জুয়েল, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।

Leave a Reply

Back to top button