আইন-আদালত

নারায়ণগঞ্জ ইটভাটা মালিক সমিতির সাথে ভারপ্রাপ্ত ডিসির আলোচনা সভা

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ এবং অবৈধ ইটভাটা বন্ধে করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ফাতেমা তুল জান্নাত ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা সভা করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

বৈঠক শেষে ইটভাটা মালিক সমিতির সভাপতি এম শওকত আলী সাংবাদিকদের জানান, এর আগে বনভূমি থেকে দখলদারদের উচ্ছেদ এবং অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সেই আলোকে আজকে আমাদের ইটভাটা মালিক সমিতির সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ফাতেমা তুল জান্নাত আলোচনা সভা করেছে।

আলোচনা সভায় ভারপ্রাপ্ত ডিসি ফাতেমা তুল জান্নাত জানিয়ে দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে নারায়ণগঞ্জ জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে। স্বেচ্ছায় বন্ধ না করলে প্রশাসন বন্ধ করে দিবে এবং সাথে আর্থিক ও শারীরিক শাস্তি প্রদান করতে পারে।

Back to top button