আইন-আদালত

নারায়ণগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যানের ৫দিন রিমান্ড

নারায়ণগঞ্জে হত্যা মামলায় গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যানের ৫দিন রিমান্ড

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা হত্যা মামলায় আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথী ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ছাত্র-জনতার আন্দোলনের সময় টাকা-পয়সা দিয়ে, লোকবল দিয়ে আন্দোলন’কে বাঁধার সৃষ্টি করেছে। এসকল তথ্য উপাত্ত উদঘাটন করার জন্য মামলার আয়ু ১০ দিনের রিমান্ড চেয়েছে আদালত ৫দিনের রিমান্ড মুঞ্জুর করেছে।

 

এবিষয়ে রাষ্ট্র পক্ষের পিপি এড. আবুল কালাম আজাদ জাকির বলেন, ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আন্দোলনের সময় আন্দোলন’কে বাঁধার সৃষ্টি করে যে সকল অস্ত্র ব্যবহার করেছেন এবং টাকা-পয়সা দিয়ে শেল্টার দিয়েছে এই টাকা কোথায় পেলেন আর কিভাবে খরচ করেছে সকল তথ্য উদঘাটন করার জন্য মামলার আয়ু আসামি’কে রিমান্ডে নিয়েছে।

 

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি এই মামলার সন্দেহভাজন আসামী।

 

এই মামলার বাদী হচ্ছেন মো. ফয়সাল। তিনি তার পিতা আব্দুর রহমানকে হত্যার ঘটনায় এই মামলা করেছিলেন। মামলার অভিযোগে ফয়সাল উল্লেখ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তার বাবাকে গুলি করে করা হত্যা করা হয়েছে।

এর আগে গত ১২ নভেম্বর রাতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় স্বপনকে। তার বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লাচর এলাকায়। তিনি দীর্ঘ প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন।

Back to top button