সারাদেশ

মানব কল্যাণ পরিষদের নারী উদ্যোক্তা সম্মাননা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী উদ্যোক্তা সম্মাননা, শিক্ষা ও চিকিৎসা সহায়তা বিতরণ করেছে নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন মানব কল্যাণ পরিষদ। ১৫ মার্চ মঙ্গলবার দুুপুরে নারায়গঞ্জের চাষাড়া মাধবীলতা সিটি প্লাজায় মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কামিজা ইয়াসমিন।

নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবান্ন নারী ফাউন্ডেশনের মহাসচিব সাবিহা মুবাশশির নিলয়। ব্যাংকার বিথি রহমানের সাবলিল উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মোহাম্মদ নাজমুল হাসান রুমি।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা পরিচিত তুলে ধরেন সংগঠনের শিক্ষা বিষয়ক সচিব ইফতে সাম। কবিতা আবৃত্তি করেন স্বাস্থ বিষয়ক সচিব কাজী ইমরুল কায়েস, কমর আলী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক পারভীন জুঁতি ও মিডিয়া ব্যাক্তিত্ব পারভেজ শরীফ। সংগীত পরিবেশন করেন অফিশিয়াল ইমেজ মেম্বার ফাহমিদা হক ইলা ও নারী উদ্যোক্তা রেক্সোনা পারভীন পিংকি। আনন্দ বিনোদনে অনুষ্ঠানে মানব কল্যাণ পরিষদের ২১ বছর পর্দাপণ উপলক্ষে সফল নারী উদ্যোক্তা বিউটি এক্সপার্ট মাহমুদা জাভেদ ছায়াকে সম্মাননা তুলে দেওয়া হয়।

এছাড়াও মানবিক সেবা হিসেবে শিক্ষা ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়। আর উপস্থিত ছিলেন উদ্দীপনের নারায়ণগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, সদর শাখার ব্যবস্থাপক আহসান হাবীব, নারী উদ্যেক্তা মৌসুমী হাসান, ফরিদা ইসয়ামিন, নিত্য পরিচালক সামিরা সিদ্দিকী সহ অন্যান্য।

Back to top button