সারাদেশ

বিদ্রোহী প্রার্থী হলে ‘খেলা হবে’ : শামীম ওসমান

নিজ আসনে দলীয় কেউ বিদ্রোহী প্রার্থী হলে ‘খেলা হবে’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের নৌকার মনোনিত প্রার্থী শামীম ওসমান।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের একটি রেস্তোরাঁয়  সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

শামীম ওসমান বলেন, তাঁর আসনে দলের সবাই একত্রিত আছেন। যারা বিদ্রোহী প্রার্থী বানাতে চেয়েছিলেন, তারা সফল হবেন না।
আর যদি কেউ বিদ্রোহী প্রার্থী হয় তাকে আমি বিদ্রোহী বলবো না। আমি তাকে বলবো স্পোর্টস ম্যান, সে খেলবে। আমরা তো স্লোগান দিয়েছি খেলা হবে।

আরেক প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, আপনি নিশ্চিত থাকেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমি এখনো বিশ্বাস করি, বিএনপি নির্বাচনে আসবে। যদি তারা স্টুপিড না হয়, তারা নির্বাচনে আসবে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

বিএনপির নেতা-কর্মীদের অগ্নিসন্ত্রাস না করতে হুঁশিয়ার করেন সরকারি দলের এই সংসদ সদস্য।

সংবাদ সম্মেলনে এক ঘন্টারও বেশি সময় ধরে দেওয়া বক্তব্যে নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নের ফিরিস্তিও তুলে ধরেন তিনবারের এই সংসদ সদস্য।

এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সম্পাদক জি. এম. আরমানসহ প্রমুখ।

Back to top button