টি-টোয়েন্টি ওপেনার তো বানিয়ে দিতে পারব না : নির্বাচক
দেশসেরা ওপেনার তামিম ইকবাল টি-টোয়েন্টি থেকে ছুটির মোড়কে একপ্রকার অবসরই নিয়েছেন। স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন থাকলেও তিন ফরম্যাটে তামিমই দেশের সেরা ব্যাটার। এমনিতে ক্রিকেটের ছোট ফরম্যাটে বাংলাদেশ চিরকালই নড়বড়ে। হঠাৎ হঠাৎ জয় আসে।
এখন পর্যন্ত দুজন ওপেনার বাছাই করা যায়নি। বিভিন্নজনকে দিয়ে চেষ্টা হয়েছে। সবই ব্যর্থ। বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ। তার আগে ওপেনিং জুটি নিয়ে কী ভাবছেন নির্বাচকরা?
জাতীয় দলের অন্যতম নির্বাচক আব্দুর রাজ্জাকের কাছে প্রশ্ন ছিল, আফগান সিরিজে টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কি না? জবাবে রাজ্জাক বলেন, ‘চ্যালেঞ্জের কিছু নেই। প্লেয়ার একজন দিলেই তো হবে না, খেলতে হবে সে রকম। টিম তো ওভাবে হয় না। আসতে হবে তো আগে। আমি তো বানিয়ে দিতে পারব না। যখন আসবে তখন হয়তো অন্যভাবে দেখবেন। আর আলোচনা হচ্ছে না এমন না…, প্রত্যেকটা জায়গা নিয়েই আলোচনা হচ্ছে যে, কোন জায়গাতে আরো বেটার কাজ করা যায়। সব জায়গার জন্যই বেটার অপশন দেখা হচ্ছে। ‘
আপকামিং সিরিজের দল নিয়ে আলোচনা চলছে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই বসা হয়েছে। ফাইনাল হয়নি। খুব তাড়াতাড়িই ফাইনাল হয়ে যাবে। এবং সিরিজের আগে তো ডেফিনেটলি দিতেই হবে…পেয়ে যাবেন। আর দুইটা ফরম্যাটের খেলা যেহেতু হবে, আমাদের তো শতভাগ একই খেলোয়াড় খেলে না দুইটা ফরম্যাটে। কিছু খেলোয়াড় টি-টোয়েন্টির জন্য আছে, তারা হয়তো ওয়ানডে খেলবে না। আবার কিছু প্লেয়ার আছে শুধু হয়তো ওয়ানডে খেলবে, টি-টোয়েন্টি খেলবে না। এটাও আসলে হিসাব করা হচ্ছে। খুব তাড়াতাড়িই ইনশাআল্লাহ পাবেন (দল)। ‘