খেলাধুলা

সদর উপজেলার বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের মুখোমুখি স্বপ্ন-মিন্টু

স্টাফ রিপোর্টার (Somoysokal) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) ২০২২ এর ফাইনালে মুখোমুখি হবে খন্দকার লুৎফর রহমান স্বপ্ন চেয়ারম্যানের ফতুল্লা ইউনিয়ন পরিষদ ও আল মামুন মিন্টু ভূইয়া (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

উদ্বোধনী খেলায় গোগনগর ইউনিয়ন’কে ১ গোলে হারিয়ে জয়ী হয়েছেন কুতুবপুর ইউনিয়ন পরিষদ।

শনিবার (২১ মে) বিকাল সারে ৩ টায় ওসমানী পৌরস্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ফাইনাল খেলার বিষয়ে খন্দকার লুৎফর রহমান স্বপ্ন চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালয় আমরা পর্যাপ্ত পরিকল্পনা নিয়ে মাঠে নামবো। খেলোয়াড়রা যদি জয় ছিনিয়ে আনতে পারে তাহলে তাদের জন্য বিশেষ উপহার আছে।

এদিকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া বলেন, আমাদের চেয়ারম্যান দেশের বাহিরে থাকার কারণে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। আমি দায়িত্ব পাওয়ার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আমরা এখন ফাইনাল খেলবো। আমাদের সেরা দিয়েই খেলবো। চেষ্টা করবো বিজয় ছিনিয়ে আনে চেয়ারম্যান সাহেব’কে উপহার দেওয়ার।

Back to top button