সারাদেশ

সেন্টু চেয়ারম্যানের নির্দেশে কুতুবপুরে জলাবদ্ধতা দূরীকরণে মিন্টু ভূইয়া’র বিশেষ উদ্যোগ

সেন্টু চেয়ারম্যানের নির্দেশে কুতুবপুরে জলাবদ্ধতা দূরীকরণে মিন্টু ভূইয়া'র বিশেষ উদ্যোগ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেন্টু চেয়ারম্যানের নির্দেশে এবং সেনাবাহিনীর সহযোগিতায় কুতুবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া’র উদ্যোগে জলাবদ্ধতা দূরীকরণে বিভিন্ন স্থানের বাঁধগুলো আপাতত কেটে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে ও বিকালে কুতুবপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে দেখে সেনাবাহিনীর সহযোগিতায় ভেকু দিয়ে এ বাঁধগুলো কেটে দেওয়া হয়।

এবিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল মামুন মিন্টু ভূইয়া বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে সারা দেশেই কম-বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, উন্নয়নমূলক কাজের জন্য অনেক জায়গায় বাঁধ তৈরি করা হয়েছিলো। এখন জলাবদ্ধতা দূরীকরণের জন্য সেন্টু চেয়ারম্যান সাবের নির্দেশে এবং সেনাবাহিনীর সহযোগিতায় সেই বাঁধগুলো আপাতত কেটে দেওয়া হয়েছে। আশা করি আজকের মধ্যেই কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জমে থাকা পানি কমে যাবে।

Back to top button