সারাদেশ

রুপগঞ্জে ইউপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, গাড়িতে আগুন

রূপগঞ্জে দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা-ভাঙচুর, যানবাহনে অগ্নিসংযোগ, বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ও পরাজিত স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মোসা. তুলি, মো. রাজু, মো. ফয়সাল ও মো. তামিম। তাঁরা শাহজাহান ভূঁইয়ার সমর্থক বলে জানা গেছে।

দুপুর দেড়টার দিকে দুই পক্ষের লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে হামলাকারীদের একটি পক্ষ ইউনিয়ন পরিষদের প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামের গাড়িতেও আগুন দেওয়া হয়। আগুনে গাড়িটি পুড়ে যায়। পরে আরেকটি পক্ষের হামলাকারীরা আওয়ামী লীগ কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনাও ঘটে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, ‘পরিকল্পিতভাবে যুবলীগ ও ছাত্রলীগের নামধারী সন্ত্রাসীরা আমার লোকজনের উপর হামলা, গাড়ি ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন। চেয়ার টেবিল ভাঙচুর চালান।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপঙ্কর চন্দ্র সাহা বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Back to top button