সারাদেশ

কুতুবপুরে দেলপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ দূর করলো সেন্টু চেয়ারম্যান ও জামান মেম্বার

কুতুবপুরে দেলপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ দূর করলো সেন্টু চেয়ারম্যান ও জামান মেম্বার

কুতুবপুরে দেলপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ দূর করলো সেন্টু চেয়ারম্যান ও জামান মেম্বার

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের দক্ষিণ দেলপাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের দূর্ভোগ দূর করেছেন চার চারবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু ও ৪নং ওয়ার্ডের দুই দুইবারের নির্বাচিত মেম্বার মো. জামান মিয়া। দক্ষিণ দেলপাড়া এলাকাবাসীর জলাবদ্ধতা দূরীকরণ করার জন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে জালকুড়ি টু পাগলা রোডের মাঝখানে একটি কালভার্ট নির্মাণ করে দিয়েছেন তারা। কালভার্টটি ৮ ফিট গভীর দিয়ে ৬ ফিট চওড়া রেখে ১২০ ফিট লাম্বাভাবে নির্মাণ করা হয়েছে।

জানা যায়, জনপ্রিয় সেন্টু চেয়ারম্যানের নির্দেশে এবং জামান মেম্বারের তত্ত্বাবধানে এ কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এ কালভার্ট নির্মাণে দক্ষিণ দেলপাড়া ও মাস্টার মহল্লা সহ প্রায় এক হাজার বাড়ি ঘরের জলাবদ্ধতা দূরীকরণ হয়েছে। বর্ষাকালে পর্যাপ্ত পরিমাণে পানি নিষ্কাশন না হওয়ার কারণে এসব এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এখন এই কালভার্ট দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশন হবে তাই আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না।

এবিষয়ে এলাকাবাসী বলেন, আমাদের এলাকাগুলোতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হতো কারণ পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা ছিলো না। আমাদের এলাকাবাসীর দূর্ভোগ দূর করার জন্য সেন্টু চেয়ারম্যান ও জামান মেম্বার মিলে জালকুড়ি টু পাগলা রোডের মাঝখানে একটি কালভার্ট নির্মাণ করে দিয়েছি আশা করি এখন আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ করে দেওয়া জন্য আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে সেন্টু চেয়ারম্যান ও জামান মেম্বারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Back to top button