নৌকা প্রতীক পেয়ে কায়সার, ‘সোনারগাঁবাসীকে সন্ত্রাসমুক্ত এলাকা উপহার দিবো’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেয়ে মাঠে নামছেন কায়সার হাসনাত। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সোমবার (১৮ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মাহমুদুল হক আনুষ্ঠানিকভাবে তাকে প্রতীক বরাদ্দ করেন।
প্রতীক পাওয়ার পর কায়সার বলেন, জনগণের ভোটের অধিকার বাস্তবায়ন করে নৌকা প্রতীক বিজয়ী করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবো। আমাদের রাজনীতি জনগণকে নিয়ে। আমরা সব সময় বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে রাজনীতি করি। ২০০৮ সালে সোনারগাঁকে যেভাবে সন্ত্রাসমুক্ত করেছিলাম, এবারও সোনারগাঁবাসীকে সন্ত্রাসমুক্ত এলাকা উপহার দিতে চাই।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে কায়সার হাসনাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ৭ জন প্রার্থী। তারা হলেন, লিয়াকত হোসেন খোকা (জাতীয় পার্টি), মো. মজিবুর রহমান মানিক (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মোহাম্মদ আসলাম হোসেন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), এবিএম ওয়ালিউর রহমান খান (বিএনএম), নারায়ণ দাস (বিকল্প ধারার বাংলাদেশ), মো. আরিফ (মুক্তিজোট) ও এ.এইচ.এম মাসুদ (স্বতন্ত্র)।
প্রসঙ্গত, প্রতীক বরাদ্দ দেওয়ার পর (১৮ ডিসেম্বর) থেকেই নির্বাচনী প্রচারণা করতে পারবে প্রার্থীরা। আগামী ৫ জানুয়ারী সকাল ৮টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সবশেষে ৭ জানুয়ারী অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।