Uncategorized

ফতুল্লায় কিশোর গ্যাং লিডার দুর্জয় গ্রেপ্তার

ফতুল্লায় একাধিক মামলার আসামি ও পেশাদার ছিনতাইকারী, কিশোর গ্যাং লিডার দুর্জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। দুর্জয় ফতুল্লার দাপা কবরস্থান সড়কের মহিউদ্দিন ওরফে সুমনের ছেলে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে দাপা ইদ্রাকপুর এলাকার শারজাহান রোলিং মিল বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দুর্জয় দাপা কবরস্থান রোড, শারজাহান রোলিং মিলস বাজার, খাঁ বাড়ি, খোঁজপাড়াসহ আশপাশের এলাকায় একটি বিশাল কিশোর গ্যাং পরিচালনা করত। এই বাহিনীর সদস্যরা প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটাত। সন্ধ্যা নামলেই তারা পথচারীদের সর্বস্ব, বিশেষ করে মোবাইল ফোন ছিনিয়ে নিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষেও জড়িয়ে পড়ত তারা।

ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসরি ইনচার্জ) শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে দুর্জয়কে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় হত্যা, ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, মারামারিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।

Back to top button