টপ নিউজ

মাঘের শীতে রাজধানীতে বাতাসের সঙ্গে বৃষ্টি

মাঘের শীতে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। রাজধানীতেও আবহাওয়ার মেজাজ একই। সূর্যের আলো মেলেনি কোথাও। দিন-দুপুরে আঁধারে ছেয়ে গেছে পুরো পরিবেশ।

বইছে ঝড়ো বাতাস। গতকাল রাতেও ঢাকায় বৃষ্টি হয়েছে। আজ দুপুর না গড়াতেই কালবোশেখীর মতো আঁধার নিয়ে বাতাস বইছে।

 

দেশের বিভিন্ন জায়গায় আজ শুক্রবার ও আগামীকাল শনিবার বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণাঞ্চলের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা দুই-তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। গতকাল বৃহসপতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানা যায়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ কালের কণ্ঠকে বলেন, শুক্র ও শনিবার দুই দিনই সারা দেশে বৃষ্টি হতে পারে। তবে এই দুই দিন পর উত্তরাঞ্চলে বৃষ্টির প্রভাব কমে আসবে। তখনো দক্ষিণাঞ্চলে হালকা বৃষ্টির আভাস থেকে যেতে পারে। বৃষ্টির ফলে দিনের তাপমাত্রা আরো একটু কমে আসবে।

Back to top button
%d bloggers like this: