রাজনীতি

শোডাউনে শক্তি দেখাবে এমপি প্রার্থীরা, সংঘাতের আশঙ্কা

আগামীকাল ১৩ অক্টোবর আওয়ামী লীগের শান্তি সমাবেশকে ঘিরে কাঁচপুরে উত্তাপ বিরাজ করছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে হবে এবং আয়োজনে থাকবে সোনারগাঁ আওয়ামী লীগ।

দলীয় সূত্র জানায়, ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। নভেম্বরে তফসিল ঘোষনা হবে।নারায়ণগঞ্জের একটি গূরুত্বপূর্ন আসন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশীরা সরব হয়েছেন। এবারের নির্বাচনে সোনারগাঁয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে চার ডজন নেতার নাম শুনা যাচ্ছে। তারা নিজেদের শক্তি জানান দিতে শোডাউন করবেন কেন্দ্রীয় নেতাদের সামনে। অমুক ভাব তমুক ভাই স্লোগানে জড়িয়ে যেতে পারেন সংঘর্ষে। এতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের কিছুটা বেগ পেতে হবে।

এদিকে নারায়ণগঞ্জ আওয়ামী লীগ বলছে সমাবেশ ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না। যদি কেউ সমাবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে সেদিন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিবো। সেদিনের সমাবেশ আমাদের অস্তিত্বের সমাবেশ। ওদিন যদি কেউ সমাবেশকে প্রশ্নবিদ্ধ ও অস্তিত্ব নষ্ট করা চেষ্টা করে আমরা ছাড় দিবো না।

জানা গেছে, আওয়ামী লীগ শান্তি সমাবেশে বিশাল সমাগম ঘটাতে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। দফায় দফায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ প্রস্তুতি সভা করছে। সমাবেশকে ঘিরে বিলবোর্ড, পেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে কাঁচপুর এলাকা। সমাবেশ সফল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন দলের নেতাকর্মীরা।

এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আগমনে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করবে পুলিশ। কাঁচপুরের বিভিন্ন পয়েন্টে নজরদারীতে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী। এখন দেখার বিষয় আগামীকালের সমাবেশে কি হবে?

 

Back to top button