যে কারণে আলোচনায় এমপি প্রার্থী মোশাররফ চেয়ারম্যান!
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রায় সব রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। পিছিয়ে নেই নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনটিও।
জানা গেছে, বর্তমানে এ আসনটি জাতীয় পার্টির দখলে। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এমপি হন কায়সার হাসনাত, দশম জাতীয় সংসদ নির্বাচনে এমপি হন মহাজোট থেকে জাতীয় পার্টির লিয়াকত হোসেন খোকা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খোকা আবারও মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে হবেন সংসদ সদস্য? বিএনপি’র প্রার্থী অনেকটাই নিশ্চিত হলেও ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন কে?
তৃনমূলের নেতাকর্মীরা বলছেন, এ আসনে শক্তভাবে আলোচনায় এসেছেন মোশাররফ হোসেনের নাম। বর্তমানে তিনি কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি চেয়ারম্যান হিসেবে জনসেবায় উল্লেখযোগ্য অবদানের কারণে প্রশংসা পেয়েছেন।
জানা যায়, মোশাররফ চেয়ারম্যানের বাবা মৃত ওমর আলী মিস্ত্রি ১৯৭৪ সালে বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দেশ স্বাধীনের পর সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান ছিলেন। আদমজী জুট মেইল, বাওয়ানী টেক্সটাইল ও চিত্তরঞ্জন এর সিবিএ নেতা ছিলেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালে বঙ্গবন্ধু মুজিব খামারের প্রতিষ্ঠা করেন ।১৯৭৪ সালে কৃষিতে বিশেষ অবদান রাখার জন্য বঙ্গবন্ধু কৃষি পদক এ ভূষিত হোন। একইসালে সোনারগাঁ উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এরপর মোশাররফ চেয়ারম্যান বাবার প্রতিষ্ঠিত ওমর আলী উচ্চ বিদ্যালয়ের চার তলা ভবন নির্মাণ করে আধুনিকায়ন করেন। ২০১৯ সালে দেশের প্রথম স্মার্ট ক্যাম্পাস কাঁচপুরে মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা এবং আধিুনিক ওমর আলী মসজিদ নির্মাণ করেন।
সূত্র জানায়, এবার এ আসনে এক ডজনের উপর প্রার্থী মনোনয়ন চাইবেন। তবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের অভ্যন্তরে ইতিবাচক সাড়া পড়েছে মোশাররফ হোসেনকে নিয়ে।
কারণ হিসেবে জানা গেছে, তৃনমূলের নেতা কর্মীরা তাকে দলের ক্লিন ইমেজের নেতা হিসেবেই বিবেচনা করছেন। এলাকার উন্নয়নেও যথেষ্ট আন্তরিক। মহামারি করোনাভাইরাসের সময় তার অবস্থান তখন প্রশংসিত ছিল নেতা-কর্মীদের কাছে। এ ছাড়াও সোনারগাঁ আওয়ামী লীগের রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ‘ওমর পরিবার’। বেশ কয়েক বছর ধরে রাজনীতির মাঠে তাদের কৌশল ও বুদ্ধিমত্তারই জয় হচ্ছে। মোশাররফ হোসেন বর্তমানে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আরেক ভাই বাবুল ওমর বাবু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। গত কয়েক বছর ধরেই রাজনীতির মাঠে তারা সক্রিয়। সোনারগাঁ আসনের ভোট ব্যাংকেও তাদের রয়েছে প্রভাব। এসব কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক আলোচনায় মোশাররফ হোসেন।
মোশাররফ চেয়ারম্যান বলেন, স্বাধীনতার সপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগে আমাদের পরিবারের বিশেষ অবদান রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এ ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এলাকার উন্নয়নের পাশাপাশি সব দুর্যোগে জনগণের পাশে ছিলাম। বিভিন্ন এলাকায় শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরছি। নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে।যদিও না করে নেত্রী যাকে নৌকার মনোনয়ন দিয়ে পাঠাবে আমরা তার পক্ষে কাজ করবো এবং এ আসনে নৌকাকে বিজয়ী করে নেত্রীকে উপহার দিবো।