পাগলা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
স্টাফ রিপোর্টার(Somoysokal) নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচন পরিচালনা জন্য আরো দুইজন সদস্য নিয়োগ দিয়ে পাঁচ সদস্যের কমিটির গঠন করা হয়েছে । তারা হলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মস্তোফা হোসেন চৌধুরী ও কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. জসিমউদ্দীন ।
বৃহস্পতিবার ( ২১ জুলাই ) নারায়ণগঞ্জ জেলা সমবায় র্কমর্কতা কর্তৃক অনুতমি নয়ে নির্বাচন কমিটি এ নিয়োগ দনে । এর আগে গত মঙ্গলবার (১৯ জুলাই) নারায়ণগঞ্জ জেলা সমবায় র্কমর্কতা কর্তৃক নিয়োগকৃত নির্বাচন কমিটির সভায় তিন সদস্যরে একটি কমিটি গঠন করে দেন । পরবর্তীতে উপরোক্ত দুইজনকে নতুন করে নিয়োগ দেওয়া হয় ।
উল্লেখ্য, পাগলা বাজার ব্যবসায়ী বহুমূখী সমবায় সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মাহবুব হোসেন, সদস্য সচিব মো. তাজুল ইসলাম, সদস্য মো. জসিম উদ্দীন, মো. মস্তোফা হোসেন চৌধুরী ও মো. জসিমউদ্দীন ।