রাজনীতি

আন্দোলন সংগ্রামে কোনো নেতাকর্মী আহত হলে সমস্ত দায়ভার থানা কমিটি বহন করবে- শহীদুল্লাহ্

আন্দোলন সংগ্রামে কোনো নেতাকর্মী আহত হলে সমস্ত দায়ভার থানা কমিটি বহন করবে- শহীদুল্লাহ্

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী শহীদুল্লাহ্ বলেন, আজকের এই বিক্ষোভ সমাবেশে প্রমানিত হলো ফতুল্লা থানার প্রতিটি নেতাকর্মীরা শহিদুল ইসলাম টিটুর জন্য প্রয়োজনে জান জীবন বিষর্জন দিতে পারে। আগামীতে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি পুলিশের দ্বারা কোনো নেতাকর্মী আহত হয় বা অন্যকোনোভাবে জখম হয় তাহলে এর সমস্ত দায়ভার আমরা থানা কমিটি বহন করবো ইনশাল্লাহ। গতকাল কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রায় পুলিশ বাহিনী বিনা অপরাধে আমাদের যেভাবে লাঞ্ছিত করেছেন অপমানিত করেছেন ক্ষতবিক্ষত করেছেন আমাদের ১৫-২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা তাদের সকলের সুচিকিৎসা করার ব্যবস্থা করে দিয়েছি।

রবিবার (২০ আগস্ট) দুপুরে ফতুল্লা স্টেডিয়ামের পাশে তক্কার মাঠে এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের হামলায় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু সহ অসংখ্য নেতাকর্মী গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি এ-সব কথা বলেন।

এসময় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ মোল্লা’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাহমুদ চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডল, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান আনিস, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সাঈদ মাদবর, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী লিটন, ৫নং ওয়ার্ড বিএনপির তারিকুল ইসলাম খানসহ থানা বিএনপির অন্যান্য নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Back to top button