লাইফস্টাইল

সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে মহরম হাসান মাহিম একজন সফল কবি

সাহিত্য, সংস্কৃতি অঙ্গনে মহরম হাসান মাহিম একজন সফল কবি

স্টাফ রিপোর্টার (Somoysokal)কয়েকবছর ধরে সাহিত্য চর্চার পাশাপাশি কবিতা নিয়ে কাজ করছেন মহরম। উদীয়মান এই কবির জন্ম ১৪ই জুন ২০০৪ সালের সুন্দরবনের কোলঘেঁষা- খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলার পদ্মপুকুর গ্রামে। পিতা মোঃ নূর আলম গাজী পেশায় ব্যাবসায়ী মাতা আছিয়া খাতুন গৃহীণী। দুই ভাইবোনের মধ্যে তিনি জৈষ্ঠ্য।

ছোট থেকেই সাহিত্য, সংস্কৃতির প্রতি আকৃষ্ট ছিলেন তিনি। প্রাথমিক, মাধ্যমিক শেষে উচ্চমাধ্যমিকে এসে কবিতা লিখে জাতীয় দৈনিক পত্রিকায় তিনি পরিচিত হয়ে উঠেন।
বর্তমানে তিনি সংগীত লেখাতেই বেশি সময় দিচ্ছেন।ভালোবাসা, প্রতিবাদী, মরমী, সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট ও অধিকার আদায়ের কথা, তিনি ছন্দে ছন্দে ফুটিয়ে তুলেছেন।
প্রতিটি কবিতা জায়গা করে নিয়েছে ছোট,বড় সকলের হৃদয়ে,কবিতার মধ্যো অন্যতম কবিতা প্রসিদ্ধ পুষ্প,মায়াবী,একটি ঋতু,জ্ঞানের ভূবনে,মাফিয়া সরকার,ও বিদ্রোহী। শ্রোতাদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন কবি মহরম হাসান মাহিম ।
তিনি জানান,নতুন গল্প,কবিতা লিখছেন এবং আগামীতে আরো ভালো কিছু উপহার দিতে তিনি অবিরাম চেষ্টা, সাধনা করে যাচ্ছেন।

Back to top button