হিজাব নিয়ে নতুন নির্দেশনা কর্ণাটক সরকারের
ভারতের কর্ণাটকের সরকার স্কুল ও কলেজে মেয়েদের হিজাব পরার বিষয়ে সরাসরি কোনো কিছু জানায়নি।
তবে তারা একটি নির্দেশনা দিয়ে জানিয়েছে, যে পোশাক ছাত্র-ছাত্রীদের মধ্যে সমতার পরিপন্থি সে পোশাক পরা যাবে না।
কর্ণাটকে শ্রেণিকক্ষে হিজাব পরে প্রবেশ করা নিয়ে গত কয়েকদিন ধরে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এরপর কর্ণাটকের সরকার এমন নির্দেশনা দিল।
কর্ণাটকের সরকার জানিয়েছে, রাজ্যটির শিক্ষানীতি অনুযায়ী সকল শিক্ষার্থী (ছাত্র-ছাত্রীদের জন্য স্কুল কর্তৃক নির্ধারিত) একই পোশাক পরে শ্রেণিকক্ষে আসবে। কারণ তারা সবাই একই পরিবারের সদস্য।
তবে সরকারের পক্ষ থেকে এটাও জানানো হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ঠিক করবে ছাত্র-ছাত্রীরা কেমন পোশাক পরবে।
মঙ্গলবার রাজ্যটির হাইকোর্ট হিজাবের বিষয়ে নির্দেশনা দিতে পারে। উদুপি সরকারি স্কুলের পাঁচজন ছাত্রী হিজাব নিয়ে একটি পিটিশন দায়ের করে। এর জবাব মঙ্গলবার দেওয়া হবে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।
এদিকে কর্ণাটকের এ হিজাব নিয়ে রাজনীতি করছে দেশটির দুই বড় রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস।
জিও টিভির তথ্য অনুযায়ী ক্ষমতাসীন বিজেপি বলেছে, তারা ভারতের স্কুল-কলেজগুলোকে তালেবানি হতে দেবে না।
অন্যদিকে কংগ্রেস মুসলিম ছাত্রীদের এ আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছে।
সূত্র: জিও টিভি, দ্য নিউ আরব