স্বাস্থ্য

করোনায় নতুন করে ২৯ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। একই দিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৪৫ জনের।

এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে।

শনাক্তের হার ২১.৫০ শতাংশ। আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

গতকাল শনিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩৬ জনের মৃত্যু হয়। শনাক্ত হয় আট হাজার ৩৫৯ জন। শনাক্তের হার ছিল ২৩.৮৩ শতাংশ।

আজ রবিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে আট হাজার ১৫৯ জন। এখনো পর্যন্ত সুস্থ হয়েছে ১৬ লাখ দুই হাজার ৫৫০ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১.৫০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৯ জনের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছে ১৪ জন। চট্টগ্রাম ও খুলনায় মারা গেছে চারজন করে। এ ছাড়া রংপুরে তিনজন, ময়মনসিংহে দুজন এবং সিলেট ও রাজশাহীতে একজন করে মারা গেছে।

Back to top button