বিনোদন

শ্বশুরের লাশ দেখতে হাসপাতালে রিয়াজ

অভিনেতা রিয়াজের শ্বশুর আবু মহসিন খান ফেসবুক লাইভে এসে গতকাল রাত ৯টার দিকে নিজের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আত্মহত্যা করেছেন। লাইভে আত্মহত্যার কারণ হিসেবে তিনি একাকিত্বকে দায়ী করেন। সেই সঙ্গে হতাশার কথাও জানান।
আজ সকালে শ্বশুরের লাশ দেখতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে হাজির হন রিয়াজ।

এ সময় কান্নায় ভেঙে পড়েন ‘মনের মাঝে তুমি’ ছবির অভিনেতা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রিয়াজ বলেন, ‌’আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে মাফ করে দেন। বেহেশত নসিব করেন। এর বাইরে আমি আর কিছু বলতে পারছি না। ‘
হাসপাতাল থেকে বের হওয়ার পর রিয়াজের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। এই মুহূর্তে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয় নন।

Back to top button
%d bloggers like this: