অপরাধ

শহীদ মিনারে জুতা পায়ে চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি’র সমর্থক ও কিশোর নেতারা

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকার চেয়ারম্যান প্রার্থী শাহ মো. সোহাগ রনির সমর্থক ও কিশোর নেতাকর্মীদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠতে দেখা গেছে। পরে সিনিয়র কিছু নেতাকর্মীরা ধমক দিলে তারা সেখান থেকে চলে যায়।

মঙ্গলবার (১৭ মে) বিকাল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে সোহাগ রনি নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপজেলা চত্ত্বরে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিলো। এদিন বেলা তিনটায় নৌকার স্লোগান দিয়ে উপজেলা চত্তরে আসেন সোহাগ রনি। এসময় উপজেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে সিনিয়র নেতাদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কক্ষে মনোনয়নপত্র জমা দিতে যান সোহাগ রনি। সেসময় তার বেশ কিছু সমর্থক ও নেতাকর্মী জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠে কেউ কেউ ছবি তুলায় ব্যস্ত ছিলেন আবার কেউ জুতা পায়ে নিয়ে বসে বিশ্রাম করছেন।

জুতা পায়ে উঠার কারণ জিজ্ঞেস করলে সোহাগ রনির সম্পর্কে চাচাতো শালা মহিউদ্দিন নামে এক যুবক বলেন, সবাই জুতা পায়ে নিয়ে উঠেছেন। এই পরিবেশে সবাই জুতা পায়ে নিয়ে উঠেছে। কথা বলতে বলতে উঠে গেছি। শহীদ মিনার মনে হলে জুতা নিচে রেখে আসতাম। ভুল হয়েছে আমার জানা ছিলো না।

উল্লেখ্য, আগামী ১৫ জুন সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো আজ ১৭ মে, যাছাই বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ মে।

Back to top button