অপরাধ

সম্পত্তি দখলের দায়ে ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সম্পত্তি দখলের দায়ে ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার (Somoysokal) নানা অপকর্মের কারণে যিনি সবসময় পত্র-পত্রিকায় আলোচনায় থাকেন তিনি হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা কৃষকলীগের সভাপতি মো. নাজিমুদ্দিন। এবার এক ব্যক্তির সম্পত্তি দখলের দায়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে তার নামে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) ফতুল্লা থানায় হাজির হয়ে মােঃ সালাউদ্দিন বেপারী (৬৫) নামের এক ব্যাক্তি ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগী সালাউদ্দিন বেপারী বলেন, ভূইগড় পূর্বপাড়া সর্দার বাড়ি সংলগ্ন আমার বাড়ি জোর করে নিয়ে নিতে চায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিন সহ তার সহযােগীরা। আমি বাঁধা দিলে নাজিমুদ্দিনের লােকজন চাকু-ছুরি নিয়ে আমার মালীকানাধীন সম্পত্তিতে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি প্রদান করে। আমি কোনো উপায় না পেয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করি।

অভিযোগের বিষয়ে তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এ এস আই শামসুল হক বলেন আমরা সরজমিনে তদন্ত করেছি। আইনশৃঙ্খলার কোনো অবনতি যেনো না হয় তার জন্য দুই পক্ষকে থানায় আসতে বলেছি। এটা আদালতের বিষয় আমরা কিছু করতে পারি না তবুও আমরা আইনের প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি।

পাঠকদের জন্য থানায় দায়েরকৃত অভিযোগের হুবহু  তুলে ধরা হলো,বিনীত নিবেদন এই যে, আমি মােঃ সালাউদ্দিন বেপারী (৬৫), পিতা-মৃতঃ আলী আহমদ
বেপারী, সাং-শনি আখড়া, থানা-কদমতলী, জেলা-ঢাকা, এ/পি-ভূইগড়, পূর্বপাড়া, সর্দার বাড়ি সংলগ্ন,থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ থানায় হাজির হইয়া বিবাদী ১। মােঃ হলাল সর্দার (88), পিতা-মােঃ কলিম উদ্দিন সরদার, ২। নাজিমুদ্দিন (৬৫), পিতা-মৃতঃ আপতাফ উদ্দিন, ৩। শরীফ (৪৩), পিতা-মৃতঃ আপতাফ উদ্দিন, ৪। শিপু (২৫), পিতা-নাজিমুদ্দিন, সর্বসাং-ভূইগড়, পূর্বপড়া, সর্দার বাড়ি সংলগ্ন, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ সহ আজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরণদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার নিন্ম তফসিল বর্ণিত ভূইগড় মৌজাস্থিত মালিকানাধীন সম্পত্তি বাড়ি নির্মান কাজ করিয়া আসিতেছিলাম। পরবর্তীতে আমার অসম্পূর্ণ থাকা বাড়ি নির্মান কাজ করিতে গেলে উল্লেখিত বিবাদীগণ আমার নিজ নামীয় সম্পত্তি জোর পূর্বক বেদখল করিবার পায়তারা করত: বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। আমি বিবাদীগণকে বুঝানোর চেষ্টা করিলে তাহারা আমার কথায় কোন প্রকার কর্নপাত না করিয়া আমাকে প্রাণ নাশের হুমকিকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় অদ্য ইং ০৩/০২/২৩ তারিখে আমি আমার নিম্ন তফসিল বর্নিত সম্পত্তিতে বালু বড়াট কাজ করিতে গেলে উল্লেখিত বিবাদীগণ সহ তাহাদের সহযােগী লােকজন চাকু-ছুরি নিয়ে আমার মালীকানাধীন সম্পত্তিতে আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ হুমকি ধামকি প্রদান করে। একপ্যায় বিবাদীগণ আমার উপরে ক্ষিপ্ত হইয়া আমাকে এলাপাথাড়ি কিল-ঘুষি, চর-থাপ্পর লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলাফুরা জখম করে। বিবাদীগণ যে কোন সময় আমাকে যে কোন বড় ধরনের ক্ষতিসাধন করিবে অন্যথায় আমার নিজ নামীয় সম্পত্তি ভুয়া, জাল দলিল বানিয়ে আমার সম্পত্তি বেআইনি ভাবে দখল করিয়া নিবে। বিবাদীগণের এহেন কর্মকান্ডে আমি নিরুপায়। এতমাবস্থায় ঘটনা সম্পর্কে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গকে জানাইয়া এবং অমার আত্মীয়-
স্বজণ এর সহিত আলাপ আলোচনা করিয়া থানায় আসিয়া অত্র অভিযোগ দায়ের করিলাম।
সম্পত্তির তফসিল জেলা-নারায়ণগঞ্জ, থানা-ফতুল্লা, ভুইগড় মৌজাস্থিত খতিয়ান নং-সাবেক ৩৮৬নং, ৩৮৭কনং এস.এ-৪৭০ ও ৪৭২নং, আর.এস-৬৩১নং, আর, এস মােতাবেক মিউটিশণ ৩২৫১নং খতিয়ানে
লিখিত ৩২৬১ নং জোত ভূক্ত। দাগ নং-সি.এস ও এস.এ-১৩১৮ নং, আর,এস-৩৬০৬ ও ৩৬০৭ নং
দাগ। মােট নাল জমি ৩৫ শতাংশ ইহার কাতে আর.এস-৩৬০৭ নং দাগের নাল জমি ২৫ শতাংশের
কাতে আমার খরিদা ০৫ শতাংশ। অতএব, উল্লেখিত বিষয়ের আলােকে প্রয়ােজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করিত মর্জি হয়।

Back to top button