আইন-আদালত

ফতুল্লা থানার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে এড. বারি ভূইয়া

ফতুল্লা থানার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিনে এড. বারি ভূইয়া

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) ফতুল্লা থানার একটি রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আব্দুল বারি ভূইয়া।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবকাশ কালীন বেঞ্চ এর বিচারপতি আতওয়ার রহমান ও বিচারপতি আমিনুল হক ডিভিশন বেঞ্চ মোকদ্দমার আসামি এডভোকেট আবদুল বারী ভূইয়াকে ৬সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত রোববার (১ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফতুল্লায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৯ জন বিএনপি নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে ফতুল্লা মডেল থানায় দায়ের করা হয়েছে।

Back to top button