সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অপরাধে শহরের কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ।

সোমবার (১৬ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় চেম্বার অব কমার্স এর পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল, মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান উপস্থিত ছিলেন।

সেলিমুজ্জামান জানান, নিয়মিত বাজার তদারকির সময় কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে।

Back to top button