সারাদেশ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

ফতুল্লায় তিতাস গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে দেওভোগ বাঁশমুলি এলাকায় খলিল মুন্সীর বাড়ির ব্যাচেলর ভাড়াটেদের ঘরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন- আলম ৩৫), রমজান (২২) ও রিফাত (১৩)। তাদের তিনজনের বাড়ি কুমিল্লায়। পেশায় তারা রঙ মিস্ত্রী। দগ্ধদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানির শেখ হাসিনা জাতীয় বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে আলমের শরীরের ৭২ শতাংশ, রমজানের ৫৮ শতাংশ এবং রিফাতের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম খান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে কারো দোষ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Back to top button