সারাদেশ

খেলাধুলা যুব সমাজকে দেশ প্রেমী করে-ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ

খেলাধুলা যুব সমাজকে দেশ প্রেমী করে-ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ জাবেদ বলেন, বর্তমান সমাজে খেলাধুলার প্রতিযোগিতা কম হয়। সমাজকে প্রতিষ্ঠিত করার জন্য ও মাদক মুক্ত করার জন্য প্রচুর পরিমাণে খেলাধুলার প্রতিযোগিতা প্রয়োজন। যুবসমাজ খেলাধুলায় লিপ্ত থাকলে সমাজে অপরাধ কর্মকান্ড কম হবে। তাছাড়া খেলাধুলা যুবসমাজ’কে দেশ প্রেমী করে তোলে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) রাতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে, দেলপাড়া ব্যাংক কলোনি যুব উন্নয়ন কমিটির উদ্যোগে ব্যাডমিন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতর অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্যে তিনি এ-সব কথা বলেন।

ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ জাবেদ আরও বলেন, আমরা ছাত্র সমাজ আর যুব সমাজ যদি এগিয়ে আসি তাহলে দেশও এগিয়ে যাবে। এদেশের মানুষের গণতন্ত্রের কথা বলতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। অপরাধীর বিরুদ্ধে কথা বলতে হবে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। সকল অপশক্তির মোকাবিলা করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে।

এসময় ব্যাডমিন্ট ফাইনাল খেলার ও পুরস্কার বিতর অনুষ্ঠানে সমাজের সম্মানিত ব্যক্তিরা ও বিভিন্ন সমাজ কর্মীরা উপস্থিত ছিলেন।

Back to top button