সারাদেশ

কাঁচপুরে বাস টার্মিনালের নির্মাণ কাজ আগামী বছরের মাঝামাঝি শেষ হবে: তাপস

সোনারগাঁয়ের কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার সকালে পরিদর্শনে আসেন তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শেখ ফজলে নূর তাপস। এরপর গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

তাপস বলেন, টার্মিনালের নির্মাণ কাজ আগামী বছরের মাঝামাঝি সময়ে শেষ হবে। ইতিমধ্যে মাটি ভরাটসহ প্রকল্পটির পঞ্চাশ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে। রাজধানী ঢাকাকে যানজটমুক্ত করতে সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালকে নারায়ণগঞ্জের কাঁচপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় সরকার।

তাপস আরও বলেন, পাশাপাশি আমরা সীমানা প্রাচীরের কাজ শুরু করবো এবং কিছু অবকাঠামোর নির্মাণ কাজ করতে হবে। এর আগে আমরা পরিবহন মালিকদের সঙ্গে বসবো কি ধরনের অবকাঠামো নির্মাণ করলে তাদের কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। পুরো কাজটাই আমরা নিজস্ব অর্থায়নে চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, কাঁচপুরে নগর আন্তঃজেলা বাস টার্মিনালকে কীভাবে আধুনিক টার্মিনালে পরিণত করা যায় সে লক্ষ্যে আমরা কাজ করবো। আমরা যদি এখানে ১৬ জেলার বাস স্থানান্তর করতে পারি তাহলে ঢাকা শহরের যানজট অনেকটাই কমে যাবে। এছাড়া বাস চলাচলও অনেকটাই শৃঙ্খলার মধ্যে চলে আসবে।

Back to top button