নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ আগামী ২৭ সেপ্টেম্বর। দীর্ঘদিন পর নারায়ণগঞ্জে বিএনপি নেতা-কর্মীরা এই সমাবেশকে ঘিরে চাঙা হয়ে উঠেছেন। সমাবেশের প্রস্তুতিসহ নানা বিষয়ে সময় সকাল কথা বলেছে জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কায়সার রিফাতের সঙ্গে।
সময় সকাল: নারায়ণগঞ্জে সমাবেশ ২৭ সেপ্টেম্বর। সমাবেশ সফল করার জন্য আপনাদের প্রস্তুতি কেমন?
কায়সার রিফাত: আমাদের প্রস্তুতি ভালো। কৃষকদলের পক্ষ থেকে ৩ হাজার লোকের সমাগম আমরা করবো। আমরা তিন হাজার ক্যাপ করতে দিয়েছি। সকল ইউনিটের সাথে আমাদের প্রস্তুতি সভা হয়েছে। তারাও বলেছে ব্যাপক লোকসমাগম করবে।
সময় সকাল: এ সমাবেশের উদ্দেশ্য কী?
কায়সার রিফাত: শেখ হাসিনা পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে পাঠানো সুচিকিৎসা, তার মুক্তির দাবি, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশ।
সময় সকাল: সমাবেশে বাঁধা আসার আশঙ্কা আছে কিনা?
কায়সার রিফাত: আমাদের কানে এখনো তেমন খবর আসে নি। যদি বাঁধা আসে সেটাকে প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে।
সময় সকাল: সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনার বার্তা কী?
কায়সার রিফাত: সরকার একটা আর্ন্তজাতিক চাপের মধ্যে আছে। বাহিরে থেকে খবর আসছে তারাও একটা সুষ্ঠু নির্বাচন চায়। আমি বলবো বিএনপি নেতারা যদি ঐক্যবদ্ধ থাকে নারায়ণগঞ্জে ভালো সুফল আনতে পারবো।