নতুন বছরের শ্রেষ্ঠ বক্তা ৩ ওসি
ডিআইজি মহোদয়ের নির্দেশনায় নতুন বছরের শুরুতে জানুয়ারী মাসে জুম্মার নামাজের সময় অফিসার ইনচার্জগণ কর্তৃক বিভিন্ন মসজিদে বক্তব্য প্রদানের কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকা সত্ত্বেও তিন সপ্তাহে অফিসার ইনচার্জগণ বিভিন্ন মসজিদে বক্তব্য প্রদান করেন।
রেঞ্জ ডিআইজি’র সভাপতিত্বে পর্যালোচনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উক্ত কার্যক্রমে তিন থানার তিনজন অফিসার ইনচার্জ শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচিত হন।
জানুয়ারী মাসের ১৪ তারিখে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধির থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান (পিপিএ-বার), একই মাসের ২১ তারিখে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচিত হয়েছেন ঢাকা জেলার সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম (পিপিএম) এবং ২৮ তারিখে শ্রেষ্ঠ বক্তা হিসেবে বিবেচিত হয়েছেন ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান জানান, শ্রেষ্ঠ বক্তাদের রেঞ্জ ডিআইজি স্যার আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিবেচিত অফিসার ইনচার্জগণ আগামী ক্রাইম কনফারেন্সে স্ব-শরীরে ঢাকার সেগুনবাগিচা রেঞ্জ ডিআইজি অফিসে হাজির হয়ে রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে সরাসরি পুরস্কার গ্রহন করবেন।