ফতুল্লায় পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
ফতুল্লার পঞ্চবটীতে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীনসহ ২১ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) ফতুল্লা থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সহ-সভাপতি শাহজাদা আলম রোকন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ, ফতুল্লা থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি মো. ইসমাইল হোসেন খান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, ফতুল্লা থানা বিএনপি নেতা কায়েস আহস্মদ পলুব, ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাদবর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ মণ্ডল, ফতুল্লা থানা যুবদলের মাসুদুর রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম বিপ্লব, নজরুল ইসলাম পান্না মোল্লা, রাশেদ মিল্কি, ছাত্রদল নেতা সাইদ রেজা খান, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সহ সভাপতি প্রান্তু আজিজ, জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মেম্বার।
উল্লেখ্য, শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি সংলগ্ন বন বিভাগের সামনে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।