সারাদেশ

নারায়ণগঞ্জে নৌকার পক্ষে ভোট চাইলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নারায়ণগঞ্জ থেকে তার নির্বাচনী প্রচারণা শেষ করলেন। সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নিজের শেষ নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে নারায়ণগঞ্জের নৌকার প্রার্থীদের জন্য সবার কাছে নৌকায় ভোট চেয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আগামী ৭ জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করবেন। আপনাদের কাছে সেই আহ্বান জানাই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে ভাষা সৈনিক একেএম শামসুজ্জোহা মাঠে শেখ হাসিনার শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

শেখ হাসিনা বলেন, এই নারায়ণগঞ্জ ইতিহাসের সাক্ষী। বঙ্গবন্ধু ৬ দফার জন্য নারায়ণগঞ্জে মিটিং করেছিলেন, তা হয়েছিল আদমজীতে। ঐদিন রাতেই তাকে আটক করা হয়। নিয়ে যাওয়া হয় ঢাকা কারাগারে। ১৯৬৮ সালে ১৮ জুন ঢাকা কারাগার থেকে ক্যান্টোনমেন্ট নিয়ে যাওয়া হয়। পরে তার বিরুদ্ধে মিথ্যা আগরতোলা মামলা দেয়া হয়। কিন্তু বাঙালিরা সংগ্রমা শুরু করে। ৬ জুন হরতাল ডাকা হয়। এই নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার মানুষ ঢাকায় সংগ্রামে যুক্ত হয়েছিল। বিভিন্ন আন্দোলনে, বিভিন্ন সভায় নারায়ণগঞ্জই অগ্রনী ভূমিকা রেখেছে।

শেখ হাসিনা আরও বলেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা নির্বাচন ঠেকাতে আগুন সন্ত্রাস শুরু করে। ২০১৪ এর নির্বাচন যাতে না হয় সে লক্ষে ২০১৩ থেকেই তারা অগ্নিসন্ত্রাস চালিয়েছে। মানুষকে পুড়িয়ে ফেলেছে। মানুষকে হত্যা করেছে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এই জ্বালাও পোড়াও, মানুষ খুন করাই হলো বিএনপির একমাত্র গুণ।

এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় লক্ষ লক্ষ নেতাকর্মী এবং জনতার মাঝে আগমন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে সন্ধ্যার আগে তিনি ঢাকা অবতরণ করেন।

Back to top button